2543

পাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৫ জন

পাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৫ জন

2017-10-04 15:10:44

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় একটি আসনের বিপরীতে লড়ছে ৪৫ জন। মোট ৯১০টি আসনের বিপরীতে এবার আবেদনকারীর সংখ্যা ৪১ হাজার ৮১ জন।

গত ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়, চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের মধ্যে অ ১ ইউনিটে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১৪ হাজার ৮২৭ জন, অ ২ ইউনিটে আবেদনকারী ১ হাজার ৪৬৯ জন, ই ইউনিটে আবেদনকারী ১৬ হাজার ১১৩ জন এবং ঈ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৮ হাজার ৬৭২ জন।

২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ঈ ইউনিটের পরীক্ষা। এরপর বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে ই ইউনিটের পরীক্ষা। পরে অ ১ ইউনিটের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ও অ ২ ইউনিটের পরীক্ষা চলবে বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য www.pust.ac.bd এবং pust.cloudonebd.com ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের যে ২১টি বিভাগে এবার শিক্ষার্থীরা ভর্তি হবেন সেগুলো হলো - ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।

বিজ্ঞান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধীনে গণিত, পদার্থ, ফার্মেসি, রসায়ন, পরিসংখ্যান এবং ভূগোল ও পরিবেশ বিভাগ।

বিজনেস স্টাডিজ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ব্যবসায় প্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থনীতি, বাংলা, সমাজকর্ম, ইংরেজি, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ ও লোকপ্রশাসন বিভাগ অন্তর্ভুক্ত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল নকীব চৌধুরী জানান, পাবিপ্রবিকে উত্তরাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ তৈরিতে তাঁরা কাজ করছেন। তাই এই বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের সংখ্যা অনেক বেশি। এবারের ভর্তি প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করতে সবার সহায়তা চান তিনি।

আরএস/ ০৪ অক্টোবর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]