3992

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

2017-12-01 18:16:44

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ‘এফ’ ইউনিটের পরীক্ষা মধ্যদিয়ে এ ভর্তি কার্যক্রম শুরু হয়।

‘এফ’ ইউনিটের মোট ভর্তিচ্ছু ছিলেন ৩ হাজার ৭ শত ৭৪ জন। পরীক্ষায় ৮০ শতাংশের বেশি অংশ গ্রহণ করে। এছাড়া আজ ২য় ও ৪র্থ শিফ্টে একই অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবছর ৮টি ইউনিটের অধীনে ৩৩টি বিভাগে মোট ২২৭৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮৭ হাজার ৩ শত ৬৮টি।

দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একই অনুষদের ‘ই’ ইউনিটের ০০০০১ থেকে ০৬৫০০ রোলধারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রয়েছে সাদা পোশাকধারী পুলিশ সদস্যদের নজরদারি।

এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় সব ছাত্রসংগঠনের মিছিল, শোডাউন নিষিদ্ধ করা হয়েছে। সংগঠনগুলোকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘আমরা চেষ্টা করছি সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার। আশা করি এবারের ভর্তি পরীক্ষা অত্যন্ত উৎসব মুখর হবে। ভর্তি পরীক্ষা সফল করতে সকলের ঐকান্তিক সহায়তা কামনা করছি।’

টিআর/ ০১ ডিসেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]