4160

আলোচনায় 'প্যারাডক্সিকাল সাজিদে'র পর 'আর্গুমেন্টস অব আরজু'

আলোচনায় 'প্যারাডক্সিকাল সাজিদে'র পর 'আর্গুমেন্টস অব আরজু'

2017-12-07 03:25:19

বাংলাদেশের মানুষের ধর্ম ইস্যুতে সফট কর্ণার রয়েছে। কিন্ত বিগত কয়েকবছর ধরে এদেশের ধর্মপ্রাণ মানুষের এই সফট কর্ণারে আঘাত করার চেষ্টা করেছে কতিপয় ধর্ম বিদ্বেষীরা। যে যার ধর্ম পালন করবে এটাই  স্বাভাবিক। তাই বলে কি অন্যের ধর্মে আঘাত হানতে হবে। 

তাদের প্রধান টার্গেট এদেশের প্রধান ধর্ম ইসলাম। ইসলামের বিভিন্ন বিষয় তারা ভুল ব্যখ্যা করে মানুষের সামনে উপস্থাপন করার প্রয়াস চালাচ্ছে।

তারা যে একেবারে বিফল তা নয়! ধর্ম সম্পর্কে কম জানা অনেক সাধারণ শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা তথাকথিত মুক্তমনা আর বিজ্ঞানমনস্কদের ফাদে পা দিচ্ছে।

২০১৭ সালের বইমেলায় এসব মিথ্যাচারীদের মিথ্যাচার তুলে ধরেছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ আজাদ, তার প্যারাডক্সিকাল সাজিদ বইয়ের মাধ্যমে। বছরের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক আরিফ তথাকথিত মুক্তমনার ছদ্মবেশে থাকা নাস্তিকদের মিথ্যাচার তুলে ধরেছেন আর্গুমেন্টস অব আরজু বইয়ের মাধ্যমে।

আর্গুমেন্টস অব আরজু' বইটিতে নাস্তিকদের যেসব মিথ্যাচার আর অভিযোগের জবাব দেবার চেষ্টা করেছে আরজু :

১। মুহাম্মদ সা: তার ছেলের বউকে বিয়ে করেন কেন?

২। ইসলাম ধর্ম কবিতা বিদ্বেষী, মুহাম্মদ সা: কবিদের হত্যা করে!

৩। আল্লাহ এক হওয়া সত্ত্বেও কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ নিজেকে বুঝাতে 'আমরা' শব্দ ব্যবহার করেন কেন?

৪। মুসলমানরা ভালো কাজ করলে আল্লাহ পুরস্কার দেবেন, অমুসলিমরা ভালো কাজ করলে দেবেন না।।এ কেমন বিচার?

৫। ইবলিশ জ্বীন নাকি ফেরেশতা? কোরআনের এক জায়গায় বলা হয়েছে ইবলিশ জ্বীন, আরেক জায়গায় বলা হয়েছে ইবলিশ ফেরেশতা। এটা কি পরস্পর বিরোধী?

৬। পুরুষেরা জান্নাতে ৭২ টি হুর পাবে, নারীরা পাবেনা কেন?

৭। সূরা লাহাব একটা অপ্রয়োজনীয় সূরা, এটিতে আবু লাহাবকে অভিশাপ দেওয়া হয়েছে, আমাদের কিছু শিখার নাই!

৮। মুহাম্মদ সা: ছিলেন দার্শনিক, নবী নন!

৯। কোরআনে গাভী (সূরা বাকারা), মৌমাছি (সূরা নাহল), পিঁপড়া (সূরা নামল) এইসব প্রাণীর নামে সূরা কেন? এরকম প্রাণীদের এতো গুরুত্ব দেবার কি আছে?

১০। নাস্তিকরা আস্তিক হয়না কেন?

১১। গডের সাথে কি গণিতের কোনো সম্পর্ক আছে?

১২। আলী রা: আর ফাতেমা রা: তারা দুজনে ছিলেন চাচা-ভাতিজি। তাদের মধ্যে বিয়ে হলো কেন?

১৩। সমকামীতা মানুষের অধিকার, এতে বাধা দেবার কি আছে ?

১৪। সম্প্রসারণশীল বিশ্ব সম্পর্কে কোরআন কি বলে?

১৫। হুমায়ূন আজাদের 'আমার অবিশ্বাস' বইয়ের হাস্যকর যুক্তির জবাব।

১৬। কোরআনের মতো আর কোনো গ্রন্থ কি কেউ লিখেছেন? True Furqan নামে একটা গ্রন্থ তো একজন লিখছেন যা কোরআনের মতো!

১৭। কাফিরদের অন্তরে আল্লাহ সীলমোহর মেরে দিলে তাদের দোষ কোথায়?

১৮। ব্লাক হোল কিংবা ব্লু হুয়েল..

১৯। মুহাম্মদ সা: বলেছেন কালজিরা সকল রোগের ওষুধ, তাহলে ক্যান্সার হলে কালোজিরা খাওয়ানো হয়না কেন?

২০। কোরআনের এক জায়গায় বলা সমগ্র সৃষ্টিজগত ৬ দিনে সৃষ্টি করা হয়েছে, আরেক জায়গায় বলা ৮ দিনে সৃষ্টি করা হয়েছে!

২১। সবাই হাঁচি দিলে sorry বলে, মুসলমানরা আলহামদুলিল্লাহ বলে কেন?

২২। মুসলমানরা সাম্প্রদায়িক, কোরআনের বলা আছে অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে!

২৩। এবছর কুরবানি না দিয়ে টাকাগুলো বন্যার্তদের দিলে হয়না?

২৪। কোরআনে অবাক করার মতো এমন কোনো ভবিষ্যৎবাণী আছে যেমনটা বিশ্বকাপ ফুটবলে অক্টোপাস পল করেছিলো?

২৫। কোরআনের গেলমান বা জান্নাতী সমকামীর কথা বলা হয়েছে, তারমানে জান্নাতে সমকামীতা আছে?

২৬। ভালোবাসা ভালোবাসে শুধুই তারে...

 

 

বইটা অনলাইনে অর্ডার দিতে পারেন:

বই উৎসব - boiutshob.com এ ৩৫% ছাড়ে পাবেন।

Sijdah.com এ পাবেন।

খিদমাহ শপ.কম এ পাবেন।

rokomari.com এ পাবেন।

অফলাইনে পাবেন:

ক্যাম্পাস শ্যাডো, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আল-মারুফ পাবলিকেশন, কাটাবন।

বইবাজার প্রকাশনী, নীলক্ষেত।

জুয়েল বইঘর, ৩৪ বাংলাবাজার।

এমএসএল 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]