7142

জাককানইবিতে ফিন্যান্স ফেস্ট-২০১৮ অনুষ্ঠিত

জাককানইবিতে ফিন্যান্স ফেস্ট-২০১৮ অনুষ্ঠিত

2018-03-28 21:38:26

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ফিন্যান্স ফেস্ট-২০১৮।

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও বিভাগীয় শিক্ষকদের হাতে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অর্ধ-শতাধিক দেশের মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের চেক প্রদর্শন করা হয়। এ সময় উপাচার্যের সাথে বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রদর্শনী শেষে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ৬টা ৩০ মিনিটে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।

উল্লেখ্য, এই ফিন্যান্স-ফেস্ট অনুষ্ঠানটি প্রতিবছর উক্ত বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণকে কেন্দ্র করে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর মিলন মেলায় পরিণত হয়।

টিআর/ ২৮ মার্চ ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]