8534

হল বন্ধের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

হল বন্ধের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

2018-05-29 21:31:21

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আবাসিক হল বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মে) বেলা ১২ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের সামনে প্রায় অর্ধশত আবাসিক হলের ছাত্ররা মানববন্ধনে অংশ নেয় ।

মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা অযৌক্তিকভাবে হল বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। আবাসিক হলের শিক্ষার্থী নাজিরুল আজিমের সঞ্চালনায় বক্তারা বলেন, যেখানে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সব সময় খোলা থাকে সেখানে শাবিপ্রবির হল বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক । সাধারণ শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে এবং শিক্ষার্থীদের সার্বিক সুযোগ সুবিধা বিবেচনা করে বক্তারা প্রশাসনকে বাস্তবমূখী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান ।

উল্লেখ্য, প্রশাসনের একটি বিজ্ঞপ্তিতে আগামী ৩১মে বিকাল ৫ টার মধ্যে তিনটি ছাত্র হল ও দুইটি ছাত্রী হলের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ১৭ই মে থেকে ২২ই জুন পর্যন্ত ক্যাম্পাস গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতরের ছুটিতে থাকলেও বেশ কিছু শিক্ষার্থী বিভিন্ন হলে অবস্থান করছে ।

এসএম/ ২৯ মে ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]