9233

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে অব্যাহতি

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে অব্যাহতি

2018-07-03 04:35:44

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এম এম শামসুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. জালাল উদ্দিনকে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেন উপসচিব হাবিবুর রহমান।

প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন নিয়োগ পাওয়া ট্রেজারারের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই আদেশ বাতিল করতে পারবেন। নতুন ট্রেজারার মাসিক ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা এবং ট্রেজারার পদ সংশ্লিষ্ট অন্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এই আদেশ অনুযায়ী, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

টিআই/ ০২ জুলাই ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]