
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার।
উপাচার্য দফতর সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বেলা ১২:৩০টায় আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন। আগামী ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার এই আবেদন প্রক্রিয়া শেষ হবে।
বিস্তারিত তথ্য www.7collegedu.com ওয়েব সাইটে পাওয়া যাবে।