
অমর একুশে গ্রন্থমেলায় বাংলানামা প্রকাশনীর ব্যানারে বিসিএস, প্রিলিমিনারি,লিখিত ও ভাইভাসহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষাসহ আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য "M.R. সিরিজের "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সহজপাঠ" শিরোনামে বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।
রাজধানীর অমর একুশে গ্রন্থমেলায় বাংলানামা প্রকাশনীর সামনে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী।এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শাহাদত হোসেন, বিসিএস কনফার্মের চেয়ারম্যান পুস্পধারা প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক,এ্যাডভোকেট মুহাম্মদ মনিরুজ্জামান(শাশ্বত মনির)।
অনুষ্ঠানে বইটির ওপর আলোচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী। তিনি বলেন, এ ধরণের গুরুত্বপূর্ণ বই নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। লেখককে তার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান তিনি।
যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শাহাদত হোসেন বলেন সংবিধানের মতো কঠিন একটি বই সহজপাঠ নামে সম্পাদনার জন্য এম. রহমান রনিকে ধন্যবাদ জানাই।
এ্যাডভোকেট মুহাম্মদ মুনিরুজ্জামান(শাশ্বত মনির) বলেন বইটির বাজারে অনেক চাহিদা রয়েছে। আশা করি বইটি পাঠকের আকাঙ্ক্ষা পূরণ করবে।