নোয়াখালীর বেগমগঞ্জের সোলায়মান রিশাদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাক্ষাত চান। তার দাবি, দীর্ঘ ছয় মাস চেষ্টা করেও তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাক্ষাত পাননি।
সোলায়মান জানান, তিনি পারিবারিক সমস্যায় রয়েছেন। তা সমাধানে মন্ত্রীর সহযোগিতা চান।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন সোলায়মান। বিকেল পৌনে ৮টার দিকে দেখা যায়, তিনি সুটকেসসহ রাজু ভাস্কর্যের পাদদেশে শুয়ে আছেন। জানালেন, সাক্ষাত না পাওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না।
সড়ক পরিবহন বিভাগের জেষ্ঠ্য জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, এ বিষয়ে তারা জানেন না। সড়ক পরিবহনমন্ত্রী ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে সাক্ষাতপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। সোলায়মানকে সেখানে যাওয়ার পরামর্শ দেন জনসংযোগ কর্মকর্তা।
বিদিবিএস