
কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা, মামলা, রিমান্ডের প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ কর্মী ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার অভিযোগ উঠে।
রোববার বিকেলে টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচিতে বাধার অভিযোগে এক ছাত্রলীগ ধাওয়া ও পালটা ধাওয়া পরে ছাত্রলীর এক কর্মীকে গণধোলাই দেয় শিক্ষার্থীরা।
রোববার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী ছাড়াও কোটা অন্দোলনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানের মা সালেহা বেগম, বাবা নবাই বিশ্বাস উপস্থিত রয়েছেন।

এসময় শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এদিকে শাহবাগ থেকে ধানমন্ডি যাওয়ার রাস্তায় কোটা আন্দোলনের নেতা রাতুল সরকার, সোহরাব হোসেন এবং মিয়াজীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
রাতুল সরকার বলেন, সোহরাব হোসেন এবং মিয়াজীর এখন কোথায় আছে তা আমরা জানতে পারিনি।আমি ছাত্রলীগের কর্মীদের সাথে ধস্তাধস্তি করে ছুটে এসেছি। তারা আমাকে তুলে নেয়ার চেষ্টা করেছিল।
বিদিবিএস