ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজের বিভাগের ২০১২-২০১৩ সেশনের শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে র্যাগ ডে পালন করেছেন।
সোমবার বিকালে র্যাগ ডে পালন করে তারা। সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ সকল শিক্ষকগণ।
র্যাগ ডে সম্পর্কে সাঈদ শিকদার বলেন, ‘সম্পর্কটা প্রায় সাড়ে ৬ বছরের। ৬ বছর আগে মানুষগুলোর কাউকেই চিনতাম না। এখনও মনে পড়ে সেই প্রথম সেমিস্টারের প্রথম ক্লাসের কথা, সেখানে সবাই ছিল অপরিচিত মুখ। কিন্তু ক্লাস শেষে এক চায়ের দোকানে প্রথম পরিচয় সবার সঙ্গে। আজ ৬ বছর শেষে সেই মানুষগুলো এখন কত কাছের, কত আপন। এখন এই মানুষগুলো দূরে চলে যাওয়ার পালা। বন্ধুদের সঙ্গে কাটানো সবগুলো দিনের স্মৃতিই এখন সারাজীবনের সম্বল’।
র্যাগ ডে-এ তারা ঢাকা কলেজের পুকুরে সাঁতার প্রতিযোগিতাও করেন।
অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায় ছিলেন এম.এ. সাঈদ সিকদার, মোঃ আসাদুর রহমান, সবুজ ইসলাম হিরক, মোঃ ওবায়দুল মানসুরী , আকসার মাসুদ।
বিদিবিএস