
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্র সংসদ মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
আজ সোমবার (১১ নভেম্বর) ওই হল সংসদের সহ-সভাপতি( ভিপি) মো.হুসাইন আহমেদ সোহান ও সাধারণ সম্পাদক (জিএস) মো. ইরফানুল হাই সৌরভের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপিতে সুষ্ঠু, সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য হলের যে কোনো স্থানে মাদক দ্রব্য সেবন, বহন কিংবা আদন- প্রদান নিষিদ্ধ করা হয়েছে।
মাদক দ্রব্য সম্পর্কিত তথ্য হল প্রশাসন ও হল সংসদকে জানাতে সাধারণ শিক্ষার্থীদের আহবান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা মাদক দ্রব্য সম্পর্কিত কর্মকাণ্ডে লিপ্ত থাকবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা তথ্য দিয়ে সহযোগিতা করবে তাদের পরিচয় গোপন রাখা হবে হল সংসদ থেকে জানানো হয়।
শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ইরফানুল হাই সৌরভ বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যাদের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া যাবে; উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।