10220

রমিজ উদ্দিন কলেজকে পাঁচটি বাস হস্তান্তর

রমিজ উদ্দিন কলেজকে পাঁচটি বাস হস্তান্তর

2018-08-05 15:40:00

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া পাঁচটি বাস হস্তান্তর করেছেন বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইয়া।

শনিবার (০৪ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে ঢাকা অঞ্চলের ক্যান্টনমেন্ট পাবলিক এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার কলেজের পক্ষ থেকে চাবি গ্রহণ করেন।

কলেজটির নিহত শিক্ষার্থী দিয়া খানম এবং আব্দুল করিমের মতো আর কাউকে যাতে প্রাণ হারাতে না হয় সেজন্য বাসগুলো অনেক উপকারে আসবে বলে মনে করেন শিক্ষার্থীরা। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে।

রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ বেগম নূরনাহার ইয়াসমীন বলেন, প্রধানমন্ত্রী যেহেতু শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়েছেন তাই শিক্ষার্থীদের রাস্তায় আন্দোলন না করে এখন ঘরে ফেরা উচিত।

শুধু রমিজ উদ্দিন কলেজই নয় সারা দেশের সকল শিক্ষার্থী যাতে সড়কে নিরাপদে চলাচল করতে পারে সেজন্য সরকারকে সঠিক ব্যবস্থা নেয়ারও অনুরোধ করেছে শিক্ষার্থীরা।

টিআই/ ০৫ আগস্ট ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]