10451

বঙ্গবন্ধুর ম্যুরালে যবিপ্রবি সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর ম্যুরালে যবিপ্রবি সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলি

2018-08-16 16:15:36

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বর্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৫ আগস্ট) সকালে যশোর শহরস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল আহমেদ (বিডি২৪লাইভ), নুরুল মোস্তফা চৌধুরী রায়হান (বাংলাদেশসংবাদ২৪), এম. মোসাব্বির হোসেন (ক্যাম্পাস টাইমস.প্রেস), কৃষ্ণ বালা (নববার্তা.কম), নাজমুন নাহার (মধুমতিনিউজ২৪.কম), মো. নাজমুল হোসেন (কালেরখেয়া.কম), শেখ ফাহাদ ফারদিন (দেশদর্পণ), হাবিবুর রহমান (বিডিলাইভ২৪.কম), মনিরুল ইসলাম আকাশ (ক্যাম্পাসলাইভ২৪.কম), আকাশ আহমেদ (এডুকেশন২৪.নেট), শরীফা সুলতানা মুক্তা (প্রাইমনিউজ২৪.কম), আল-জোবায়ের রনি (সকালের সংবাদ), মোঃ রাশেদ খান (সারাবাংলা.নেট), ফয়সাল আহমেদ ইমন (অধিকার.নিউজ), মো. আক্তার হোসেন (বিডি মর্নিং), মো. তোফায়েল প্রধান (স্টুডেন্ট জার্নাল) সহ আরও অনেকে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মচারী সমিতি, শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হল, প্রক্টোরিয়াল বডি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, যবিপ্রবি শাখা জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও বঙ্গবন্ধুর ম্যুরালে যবিপ্রবি উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন পুস্পস্তবক অর্পন করে।

দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকলের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্বাবদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আকরামুল ইসলাম।

এসএম/ ১৬ অাগস্ট ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]