10505

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রের মৃত্যু

2018-08-19 02:35:01

ঠাকুরগাঁও সদর উপজেলার নদীতে গোসল করতে নেমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামের ভুল্লী বাঁধ নামক এলাকায় ভুল্লী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার এসআই রবিউল ইসলাম জানান।

নিহত নওশাদ আলী (২০) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র। ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকার নবাব আলীর ছেলে তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই রবিউল বলেন, দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় নওশাদ। গোসল করার এক পর্যায়ে পানিতে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্থানীয় জেলেদের নিয়ে প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে তার লাশ পায়।

এদিকে নওশাদের বাড়িতে মরদেহ নিয়ে এলে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জেডএস/ ১৮ আগস্ট ২০১৮

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com