10999

বেরোবিতে ভর্তি আবেদনের তারিখ পরিবর্তন

বেরোবিতে ভর্তি আবেদনের তারিখ পরিবর্তন

2018-09-24 21:05:02

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন-প্রক্রিয়া ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

রোববার (২৩ সেপ্টম্বর) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৫ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান ভর্তি আবেদনের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবেদনকারীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd), অথবা ([email protected]) বা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিস্তারিত তথ্যাদি জেনে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে হবে।

প্রসঙ্গত, এ বছর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আগামী ২-৬ ডিসেম্বর পর্যন্ত ছয়টি অনুষদের অধীনে ২১টি বিভাগের ১৩১৫টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

টিআই/ ২৪ সেপ্টেম্বর ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]