11313

জাপানের কোগাকুইন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাচ্ছে ববির প্রতিনিধি দল

জাপানের কোগাকুইন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাচ্ছে ববির প্রতিনিধি দল

2018-10-21 00:55:38

দেশের ৪১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষা,গবেষণা,খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষতার স্বাক্ষর রেখেছে ইতোমধ্যেই৷বিশ্ববিদ্যালয়টির একাধিক শিক্ষক উচ্চশিক্ষা ও গবেষণার জন্য যুক্তরাষ্ট্র, জাপান, চীন, নরওয়ে, দক্ষিন কোরিয়া, মালয়েশিয়া ও থাইল্যাণ্ডসহ বিভিন্ন দেশে ও বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে।

একই সাথে শিক্ষার্থীরা অর্জিত দক্ষতাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে বিভিন্ন দেশে অবস্থান করছে। আর এসব কাজে উৎসাহ দিচ্ছেন ববি উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস,এম ইমামুল হক।

এমনই এক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও গবেষণার লক্ষ্যে”Japan-Asia Youth Exchange Program in Science”এর অধীনে কোগাকুইন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের আমন্ত্রণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড。মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফ-উল-ইসলাম,মোঃ ইমরান হোসেন এবং পদার্থ বিজ্ঞান বিভাগের ৪জন শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ১জন শিক্ষার্থীসহ মোট ৯ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ২৯অক্টোবর থেকে ৪নভেম্বর জাপানের কোগাকুইন বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিদর্শন, লেকচারে অংশগ্রহন এবং বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে Collaboration Research এর ক্ষেত্রকে কিভাবে প্রসারিত করা যায় সে বিষয়ে আলোচনায় অংশ নেবে।

পরবর্তীতে জাপানের কোগাকুইন বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিনিধি দলও বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসবে ৷

এসএম/ ২০ অক্টোবর ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]