11825

ড. কামাল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ ইবি শিক্ষকের

ড. কামাল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ ইবি শিক্ষকের

2018-12-15 11:16:51

শুক্রবার সকালে ঢাকার শহীদ বেদীতে সাংবাদিকেদের সাথে ঘটে যাওয়া ঘটনায় ড. কামাল হোসেনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ করেছেন দৈনিক বাংলাদেশ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মিঠুন মোস্তাফিজ। তিনি শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় থানায় একটি লিখিত অভিযোগ করলে তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে ইবি থানা।

বিষয়টি নিশ্চিত করে থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করেছি। যেহেতু ঘটনাস্থল ঢাকায় তাই এটি ডিএমপির দারুস সালাম থানায় হস্তান্তর করা হবে।’

তবে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, ‘আমি এখনও কুষ্টিয়া থেকে এ ধরনের কোনো ফরোয়ার্ড জিডি পাইনি।’

অভিযোগে ওই শিক্ষক উল্লেখ করেন, ‘আজ (শুক্রবার) ঢাকায় শহীদ বেদীতে ড. কামাল হোসেনকে আগামী নির্বাচনে জামায়াতের প্রশ্নে ঐক্যফ্রন্টের অবস্থান নিয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের সম্মানহানি করেন। এমনকি তিনি সাংবাদিকদের হুমকি ও ভয়-ভীতি দেখান।’

অভিযোগকারী শিক্ষক মিঠুন মোস্তাফিজ বলেন, ‘জাতির এ ক্রান্তিকালে তিনি ডিজিটাল ডিভাইসে সরাসরি সম্প্রচাররত অবস্থায় সাংবাদিকদের সম্মানহানি করেছেন এবং ভীতি প্রদর্শন করেছেন। যা একজন সাংবাদিক হিসেবে আমার জন্যও লজ্জাস্কর।’

উল্লেখ্য, ড. মোস্তাফিজুর রহমান ( মিঠুন মোস্তাফিজ )বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি সংসদীয় এলাকা ৬৪, সিরাজগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]