11886

ইয়াবা ব্যবসায়ীরা ভোটকেন্দ্রে গেলে তাদের প্রতিহত করার নির্দেশ বদির

ইয়াবা ব্যবসায়ীরা ভোটকেন্দ্রে গেলে তাদের প্রতিহত করার নির্দেশ বদির

2018-12-20 08:53:49

যারা ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত তাদের নৌকায় ভোট দেয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদি। তাছাড়া কোনো চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ভোটকেন্দ্রে গেলে তাদের প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

এবার কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বদিকে বাদ দিয়ে তার স্ত্রী শাহিনা আক্তারকে নৌকার প্রার্থী করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৯ ডিসেম্বর) স্ত্রীর পক্ষে প্রচারণার সময় এক পথসভায় বক্তব্যে বদি বলেন, ‘মাদকের সঙ্গে কোনও দিনও জড়িত ছিলাম না। আমি কোনও ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে এক কাপ চাও খাইনি। এরপরও আমাকে নিয়ে অনেকে সমালোচনা করছেন। ইয়াবা ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যান, কোনও ইয়াবা ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষক থাকলে তারা রেহাই পাবেন না।’

তিনি আরো বলেন, 'টেকনাফে যারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে কোনো রকম রেহাই দেয়া হবে না। যারা ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা ব্যবসার পৃষ্ঠপোষক তাদের ভোট কেন্দ্রেও প্রতিহত করতে হবে।'

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনে সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে ইয়াবা-কানেকশনের অভিযোগ ওঠে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকসংক্রান্ত তালিকায়ও তার নাম পাওয়া যায়। এরপর বদিকে নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। এমন বিতর্কের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বদলে স্ত্রী শাহিনা আকতারকে নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হয়।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]