11966

নৌকার গণজোয়ারে বিএনপি স্তম্ভিত : গোলাম রাব্বানী

নৌকার গণজোয়ারে বিএনপি স্তম্ভিত : গোলাম রাব্বানী

2018-12-25 22:36:52

নৌকায় ভোট দিয়ে মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে মন্তব্য করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন ‘আগামী নির্বাচনেও এ দেশের মানুষ উন্নয়ন ও শান্তির জন্য নৌকায় ভোট দিবে। সারা দেশে নৌকার গণজোয়ার দেখে বিএনপি জামাত স্তম্ভিত হয়েছে। জনগণের কাছে ভোট চাইতে সাহস পাচ্ছে না।’

মঙ্গলবার (২৫ডিসেম্বর) লক্ষ্মীপুর-নোয়াখালী নৌকার প্রচারণায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী একথা বলেন।

তিনি পথে পথে কৃষক ও কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন।

গোলাম রাব্বানী আরো বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বছরের শাসনামলে এই এলাকার জীবনমানের অনেক উন্নয়ন হয়েছে। নির্মিত হয়েছে পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবার ইট পাথরের অনেক সরকারি স্থাপনাও নির্মাণ করা হয়েছে।

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে তিনি বলেন, ‘প্রতিটি হত্যাকাণ্ড বিএনপির হাত ধরেই হয়েছে। ২১ আগস্টের পর তিন বছর ক্ষমতায় ছিল তারা। কিন্তু বিচার করেনি। এখন পাপের ফল ভোগ করছে।

বিএনপিকে গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু উল্লেখ করে গোলাম রাব্বানী বলেন, বিএনপি একটি সন্ত্রাস লালনকারী রাজনৈতিক দল, এটা প্রমাণ হয়েছে। আগামী নির্বাচনে জনগণের ভোটে এই সন্ত্রাস লালনকারী দলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

বিএনপিকে উদ্দেশ্য করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নেতারা বলেছিল তারা এ সরকারের অধিনে কোনো নির্বাচনে যাবে না। আমরা বলেছিলাম শেখ হাসিনা সরকারের অধিনেই নির্বাচন হবে। তারা হেরে গিয়ে নাকে খত দিয়ে নির্বাচনি মাঠে খেলতে এসেছেন। সেটা ভালো কথা, কিন্তু ঠিকঠাকভাবে খেলবেন। যদি ফাউল করেন, তাহলে জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দিবে। সেমিফাইনাল খেলায় আপনারা হেরে গেছেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় আপনাদেরকে জনগণ ভোট দিয়ে হারিয়ে দিবে। জনগণ ভোট দিয়ে আবারও নৌকার প্রার্থীদের বিজয়ী করবে। নির্বাচন কমিশনের ওপর আমাদের বিশ্বাস আছে। কিন্তু যারা অনুমোদিতহীন দল জামায়াতে ইসলাম তারা বিএনপির সাথে মিলে নির্বাচনে মাঠে নেমেছে। অবশ্যই জনগণ তাদের বিচার করবে।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]