12358

ঢাবির সাম্প্রদায়িক আচরণ জাতিকে হতাশ করেছে: চরমোনাই

ঢাবির সাম্প্রদায়িক আচরণ জাতিকে হতাশ করেছে: চরমোনাই

2019-01-19 22:33:07

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মুসলমানদের জমিতে মুসলিম জাতিসত্ত্বার স্বার্থে প্রতিষ্ঠা করা হয়েছে। অথচ এখন সেখানে মুসলিম দর্শন, ঐতিহ্য ও সংস্কৃতিকে কোণঠাসা করে রাখার অপচেষ্টা হচ্ছে। প্রত্যাখ্যাত ও ব্যর্থ বাম ও নাস্তিক্যবাদী রাজনীতির চর্চা হলেও ইসলামী সংগঠন গুলোকে বিভিন্নভাবে বাধাগ্রস্থ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সাম্প্রদায়িক আচরণ জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম। অনতিবিলম্বে কর্তৃপক্ষ এর যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে এর সমুচিত জবাব দেয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।

শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় মজলিশে শুরার বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেগুনবাগিচার আত্-ত্বরীক মিলনায়তনে অধিবেশন অনুষ্ঠিত হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি, ঢাবির শিক্ষার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করার পরও ডাকসু নির্বাচন থেকে আমাদের কে সরিয়ে রাখার ষড়যন্ত্র হচ্ছে। এ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী ছাত্র সংগঠনগুলোকে আমন্ত্রণ না জানানো সংকীর্ণ সাম্প্রদায়িক আচরণ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীট থেকে এমন সেকেলে ও বুর্জোয়া আচরণ হতাশাব্যঞ্জক।

অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। এতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি, শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামসহ কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]