13206

তেহরান বিশ্ববিদ্যালয়ে ৬০০ ছাত্র-ছাত্রীর বিয়ে!

তেহরান বিশ্ববিদ্যালয়ে ৬০০ ছাত্র-ছাত্রীর বিয়ে!

2019-03-18 10:40:09

প্রতিবছরের ন্যায় এবারও তেহরান বিশ্ববিদ্যালয়ে ১১ মার্চ অনুষ্ঠিত হয়েছে গণবিবাহ উৎসব। ২২তম এই বিয়ে উৎসবে ৬০০ ছাত্র-ছাত্রী (৩০০ কাপল) বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন করে। এতে ইরানের সর্বোচ্চ নেতার একজন প্রতিনিধি এবং বর-কনেদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবদম্পতিদের মধুময় দাম্পত্য জীবনের জন্য ইসলামের দিকনির্দেশনা জানিয়ে দেওয়া হয়। এছাড়া, নানা উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিয়ে অনুষ্ঠানের পর নবদম্পতিরা হানিমুন করতে যান ইরানের ধর্মীয় নগরে মাশহাদে।

এতে ইরানের সর্বোচ্চ নেতার একজন প্রতিনিধি এবং বর-কনেদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবদম্পতিদের মধুময় দাম্পত্য জীবনের জন্য ইসলামের দিকনির্দেশনা জানিয়ে দেওয়া হয়। এছাড়া, নানা উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিয়ে অনুষ্ঠানের পর নবদম্পতিরা হানিমুন করতে যান ইরানের ধর্মীয় নগরে মাশহাদে। 

 
সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]