13324

এফআর টাওয়ারের মালিক বিএনপি নেতা আটক

এফআর টাওয়ারের মালিক বিএনপি নেতা আটক

2019-03-31 09:17:10

নীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ভবনের একাংশের মালিক বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (৩০ মার্চ) রাতে বনানী থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর (উত্তর) ডিবি পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) সাজাহান সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারের ৮তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]