13459

নুসরাতের সুরতহালে বোনের ভূমিকায় ঢাবি ছাত্রী ফাতিমা, ঘটনার লোমহর্ষক বর্ণনা

নুসরাতের সুরতহালে বোনের ভূমিকায় ঢাবি ছাত্রী ফাতিমা, ঘটনার লোমহর্ষক বর্ণনা

2019-04-12 09:12:13

ফেনীতে আগুনে ঝলসে মারা যাওয়া নুসরাতের পোস্টমর্টেমের পূর্বে সুরতহালের সময় তার বোনের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের এজিএস ফাতিমা তাহসিন। মেয়েদের পোস্টমর্টেমের পূর্বে সুরতহালের সময় একজন অভিবাবক থাকতে হয়। সেখানে নুসরাতের বাবা বারবার অজ্ঞান হয়ে যাওয়া এবং তার ভাই বারবার জ্ঞান হারানোয় ময়নাতদন্তের পূর্বে সুরতহালের  সময়  সময় থাকার মত কেউ ছিল না। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এই দায়িত্বটি পালন করেন। তিনি সেই সময়কার একটি লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তার ফেসবুক টাইমলাইনে। পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।.....

সকাল সাড়ে সাতটা থেকে ঢাকা মেডিকেলে। সকাল সাড়ে আটটায় হিমাগার থেকে বডিটা বের করে এমারজেন্সি মর্গে নিয়ে গেছে। মৃত মানুষটা মেয়ে হলে তার ময়না তদন্তের পূর্বে সুরতহালে মা অথবা বোনের থাকতে হয়। রাফির মা অসুস্থ আর আপন কোনো বোন না থাকায় আমাকে বোন হিসেবে রেখেছিলো ময়নাতদন্তের পূর্বে সুরতহালের সময়।

মেয়েটার পেটে কোনো মাংস নেই, মুখ দিয়ে লালা ঝরছে, যৌনাঙ্গ পুড়ে বীভৎস অবস্থা,পায়ের নখের লাল টুকটুকে মেহেদী রঙটুকু এখনো চোখে পড়ে।

রাফির মা ভীষণ অসুস্থ গতকাল রাত থেকে , মেয়ে মারা যাওয়ার পর শেষবার একটু দেখতেও পারেননি। আঙ্কেল শোকে পাথর হয়ে গেছে আর মা মা বলে চিৎকার। ভাই দুইটা একটু পর পর অজ্ঞান হয়ে পড়ছে। মর্গের সামনে দুই-তিনশো সাংবাদিক দাঁড়িয়ে আছে, নেই শুধু রাফি।

কান্না থামিয়ে রাখতে পারেননি প্রধানমন্ত্রীর পিএস , মেডিকেল বোর্ডের চেয়ারম্যানও। এম্বুলেন্সে করেই এসেছিলো ঢাকায় আবার ফিরেও যাচ্ছে এম্বুলেন্সে।

বোন, পৃথিবীর চেয়ে ভালো জায়গায় থাকবি নিশ্চয়ই।
আমরা যেই নরকে আছি সেখানে এখনও তোর পরিবারকে হুমকি দিচ্ছে, তোর পক্ষে কথা না বলার জন্য আদেশ দিচ্ছে, তোর পাশের এলাকায় গতকাল রাতে তোর মত করে আরেকটা ছেলের গায়ে আগুন দিয়েছে।
আহ! কী সুন্দর! তুইই ভালো আছিস নরক থেকে চলে গিয়ে।

শেষবার তোকে লাইফ সাপোর্টে দেখে আসলাম , গতকাল ব্ল্যাড ম্যানেজ করে দিলাম নয়ব্যাগ। আর যেতে হবে না তোকে দেখতে, রক্ত দিতে

ক্ষমা করিস না আমাদেরকে!

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]