13664

মাদ্রাসা বোর্ডে দেশ সেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

মাদ্রাসা বোর্ডে দেশ সেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

2019-05-07 23:30:01

দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষাবোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা দেশ সেরা হয়েছে। এ মাদ্রাসা থেকে ১২৪ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় ২২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ জনের মধ্যে ৫০ জন জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়াও সাধারণ বিভাগে ১২৬ জনের মধ্যে ৭৪ জন জিপিএ ৫ পায়। অন্য সবাই এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৩ জন পরীক্ষার্থী জিপিএ ৫ এবং সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৭ জন জিপিএ ৫ পেয়েছে।

 

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com