13828

পথ শিশুর জীবন নিয়ে লেখা ঢাবি ছাত্রের গান ভাইরাল

পথ শিশুর জীবন নিয়ে লেখা ঢাবি ছাত্রের গান ভাইরাল

2019-06-01 14:52:39

পথ শিশুদের নিয়ে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তাবিব এর লেখা একটি র‍্যাপ গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গানটি গেয়েছেন পথশিশু রানা।

গানটির লিরিক সকলের মনেই ভিন্ন ভিন্ন আবেগের জন্ম দিয়েছে।

গানটি সমাজের বঞ্চিত শিশুদের চাহিদাকে আমাদের স্মরণ করিয়ে দেয়।

ঢাবি ছাত্র তাবিব পথশিশু রানার মত মানুষদের জীবনী এই গানের মাধ্যমে উপস্থাপন করেছেন।

গানের কথাগুলো শুনে দর্শকরা বিভিন্ন চিন্তায় নিমগ্ন হচ্ছেন। অনেকে বলছেন, গানের কথাগুলো আমাদের বিবেককে নাড়া দিয়ে যায়। আমাদের শহরে আনাচে-কানা, আমাদের চোখের সামনে পথশিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত। তিন বেলা পেট ভরে খাবার পাচ্ছে না।আমরা কি তাদের দিকে একবার নজর দিতে পারছি।

গানটি লেখার কাহিনী সম্পর্কে তাবিব জানান, পথশিশুদের ট্যালেন্ট খুজে বেড়াচ্ছিলাম বেশ কিছুদিন ধরে। অবশেষে পেলাম। ছেলেটির নাম রানা। অসাধারণ র‍্যাপ গান গায়। একদিন এস এম হলের সামনে আমার কাছে বাইকে ঘুরার আবদার করে বসে। আবদার রাখতে ওকে বাইকে নিয়ে ঘুরি। ঘুরতে ঘুরতে ওকে গান গাইতে বলেছিলাম। ও তখন আমাকে আপটাউন লোকলজের একটি র‍্যাপ গান গেয়ে শুনায়। শুনে আমি মুগ্ধ নয় বিমুগ্ধ হয়ে গিয়েছিলাম। তখনই ওর প্রতিভা সবার সামনে তুলে ধরার পরিকল্পনা করি। তারপর ওর জীবনের কথাগুলো নিয়ে লিখি এই গান এর লিরিক। তারপর ওকে চর্চা করিয়ে রেকর্ড করি এই গান। ও অসম্ভব দ্রুতো সব আয়ত্তে নিয়ে ফেলে।

তাবিব বলেন, রানা অসম্ভব প্রতিভাধর একটি ছেলে। যে করেই হোক আমি ওকে স্কুলে পাঠাব। ইনশাআল্লাহ ওর প্রতিভা নষ্ট হবে না।

https://m.facebook.com/story.php?story_fbid=1060182374181363&id=100005688309353

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]