আড়ংকে জরিমানা করা কর্মকর্তাকে বদলি, তীব্র প্রতিবাদ ছাত্রলীগ সম্পাদকের
2019-06-04 12:28:13
|| গোলাম রাব্বানী ||
৭৩০ টাকার পাঞ্জাবি ১৩০৭ টাকায় বিক্রয়! আড়ং উত্তরাকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্বপরায়ণ উপ-পরিচালক জনাব "মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার"
ঈদ উপহার হিসেবে তিনি একদিনেই ঢাকা থেকে খুলনা বদলি! অথচ উনি যদি কিছু নগদ নারায়ণ নিয়ে ভোক্তাদের বোকা বানাতে আড়ংয়ের অপকর্ম এড়িয়ে যেতেন, তাহলে আর এই সততার বিনিময়ে কপালে এই অপমান জুটতো না।
যাইহোক, আড়ং তার হ্যাডম দেখিয়েছে, এবার গণমানুষ তথা ভোক্তাদের পালা, সবাই একযোগে আড়ংকে বর্জন করুন এবং মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে স্বপদে বহাল রাখতে আওয়াজ তুলুন।
দেশে ফিরলে আমি এই ঘোরতর অন্যায়ের বিষয়ে নেত্রীকে অবহিত করবো। এটা শেখ হাসিনার বাংলাদেশ, অন্যায় বরদাস্ত করা হবে না!
লেখকঃ জিএস, ডাকসু ও বাংলাদেশ ছাত্রলীগ