14120

অপি করিমের প্রিয় বই কোনটি?

অপি করিমের প্রিয় বই কোনটি?

2019-07-15 09:40:54

প্রিয় বই
অপি করিমঃ শরদিন্দুর ‘তুঙ্গভদ্রার তীরে’
যদি কেবল একটিমাত্র প্রিয় বইয়ের নাম বলতে হয়, তবে মহা মুশকিল। বলতে গেলে আমি তো বইয়ের সঙ্গেই বসবাস করি, ফলে কোনটা রেখে কোনটা বলি। যেমন এখন পড়ছি অরুন্ধতী রায়ের উপন্যাস দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস। বইটি ভালো লাগার কারণ এর কাহিনি। তবে প্রধান কারণ হয়তোবা বইটি খুব সহজ-সাবলীলভাবে পড়া যায়। কিন্তু এ মুহূর্তে একটি বইকে বেছে নিতে বলা হলে আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের কথাই বলব। বইটির ঘটনাকাল ১৪৩০ খ্রিষ্টাব্দের আশপাশে এবং এর কাহিনিতে ঐতিহাসিক চরিত্র থাকলেও কাহিনি পুরোপুরি মৌলিক। এ বইয়ের বিদ্যুৎমালা, মনিকাঞ্চনাকে আজও মনে পড়ে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]