সিলেটে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে জখম
2017-08-08 17:50:51
সিলেটে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর সোবহানীঘাটের জালালাবাদ কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছাত্রলীগ কর্মী শাহীন আহমদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এতে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছাত্রলীগ কর্মী আবুল কালাম আসিফকেও কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থা গুরুতর হওয়ায় শাহীনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এদিকে, এ হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে গতকাল বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
এসজে/ ০৮ আগষ্ট ২০১৭