1444

শ্রীলঙ্কায় পরীক্ষার হলে নিকাব ও বোরকা নিষিদ্ধ

শ্রীলঙ্কায় পরীক্ষার হলে নিকাব ও বোরকা নিষিদ্ধ

2017-08-09 17:35:37

নকলের বেশ কিছু অভিযোগ পাওয়ার পর শ্রীলঙ্কায় পরীক্ষার হলে মেয়েদের নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। শ্রীলঙ্কায় এখন এ লেভেল পরীক্ষা চলছে। এর মধ্যেই গতকাল মঙ্গলবাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

শ্রীলঙ্কা শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী বলেছেন, পরীক্ষায় নকল বন্ধের জন্য এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার হলে ব্লু-টুথ ব্যবহার করে বাইরে থেকে স্বামীর সাহায্য নিয়ে লেখার সময় বোরকা পরা এক ছাত্রীকে হাতেনাতে ধরা হয়েছে।

এছাড়া বেশ কজন ছাত্রীর পোশাকের সাথে সাঁটা মাইক্রোফোন পাওয়া গেছে। তারা ওই মাইক্রোফোন দিয়ে বাইরে আত্মীয় বন্ধুদের সাথে কথা বলছিলো। খবর বিবিসি।

এমজে/ ০৯ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]