1445

রাবিতে শিবির সন্দেহে ১৩ শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

রাবিতে শিবির সন্দেহে ১৩ শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

2017-08-09 17:38:23

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলে শিবির সন্দেহে ১৩ শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার (০৮ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ওই হলের বিভিন্ন কক্ষ থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা ১২ জনকে আটক করে। ভোর ৪টার দিকে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। বুধবার (০৯ আগস্ট) সকালে আরো একজনকে আটক করা হয়েছে।

হলে ছাত্রলীগের এই তৎপরতার সময় কক্ষগুলোর পাশে ছিলেন কয়েকজন সাংবাদিক। ছাত্রলীগ নেতাকর্মীরা কক্ষগুলোতে ঢুকে দরজা আটকে দেন। ভেতরে তাঁরা শিক্ষার্থীদের মারধর করেন। বাইরে থেকে মারধর ও আহত শিক্ষার্থীদের কান্নার আওয়াজ পাওয়া যায়।

আটককৃতরারা হলেন- বিশ্ববিদ্যালয়ের জোহা হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক ও ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাকির হোসেন, নৃবিজ্ঞান বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুল হাসান নাফিস, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলাম, আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান, পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম, শাহানুর আলম হিমেল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাহেব রানা, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুর রাকিব, আরবি সাহিত্য বিভাগের মাস্টার্সের নাবিউল ইসলাম, একই বিভাগের মাস্টার্সের অলিউল ইসলাম, তৃতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম রাব্বানী, আরবি সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু জাফর।

রাবি ছাত্রলীগের ভাষ্য, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু মঙ্গলবার রাত ১২টার দিকে হলের ১৪৩ নম্বর কক্ষে গিয়ে সাহেব রানা নামের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর কাছ থেকে শিবিরের বিভিন্ন তথ্য, ডকুমেন্ট ও ক্রেস্ট পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১৪৮, ১৫৫, ১৫০, ২৪৯, ২৫৪, ২৭৬, ৩৫৮, ৩৬০ ও ৩৬২ নম্বর কক্ষে অভিযান চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ‘জিহাদি বই’ ও শিবিরের রিপোর্ট বই, ডায়েরি, অর্থ বিভাগের ১৯ হাজার টাকা ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর তালিকাসহ বিভিন্ন নথি পাওয়া যায়।

রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘সিলেটে দুই ছাত্রলীগ নেতার ওপর শিবিরের হামলার সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা এ অভিযান চালিয়েছি। দেশকে ধ্বংস করার জন্য তাঁরা যে পাঁয়তারা করছে, তা কখনো বাস্তবায়িত হতে দেওয়া হবে না। ছাত্রলীগ এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সর্বদা প্রস্তুত রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন বলেন, ‘অভিযান চালানোর সময় আমরা হলে উপস্থিত ছিলাম। কিন্তু হল প্রশাসনের অনুমতি না থাকায় অভিযানে অংশ নিইনি। ছাত্রলীগের নেতাকর্মীরা ১২ শিবিরের নেতাকর্মীকে আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। অধিকাংশই শিবিরের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছি। দ্রুত তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

আরকে/ ০৯ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]