15031

বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রশাসন

বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রশাসন

2019-10-09 19:56:00

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসে বর্তমানেও ছাত্ররাজনীতির বৈধতা নেই বলেও দাবি প্রশাসনের।

বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন এজাজ হোসেন বলেন, অনেক আগে থেকেই বুয়েট ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তারপরও একটি কমিটি কাজ করে গেছে। আমরা অন্তত বুয়েট থেকে ছাত্ররাজনীতি বন্ধের দাবি জানাচ্ছি।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ভিসি সাইফুল ইসলাম বের হওয়ার আগমুহূর্তে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম একটি দাবি, হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বুয়েট থেকে বহিষ্কার করা। এই বিষয়ে তিনি বলেন, আমরা আমাদের মতো তদন্ত করছি। তবে ঘটনাটি এখন ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত ।

যারা যারা জড়িত সবাইকে তো আর বহিষ্কার করা যাবে না। কেউ আজীবন বহিষ্কার হবে। কেউ দুই-এক বছরের জন্য হবে। এটা নির্ভর করছে কার কতটুকু অপরাধ। সেটা তো আমাদের তদন্তে বের করা সম্ভব না।

তিনি বলেন, সরকারিভাবে যে তদন্ত হচ্ছে। তার উপর আমাদের নির্ভর করতে হবে। তবে আমরা শিক্ষার্থীদের সমর্থন করছি।

টিআই/ ০৯ অক্টোবর ২০১৯

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]