1536

ঢাবির সহকারী প্রক্টরের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ঢাবির সহকারী প্রক্টরের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

2017-08-13 15:38:28

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটের বিশেষ অধিবেশনে উপাচার্য প্যানেল নির্বাচনের দিন ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের ধাক্কাধাক্কির ঘটনায় এক সহকারী প্রক্টরের বিরুদ্ধে যৌন নিপীড়ন বিরোধী সেলে অভিযোগপত্র দিয়েছেন দুই ছাত্রী।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাবির যৌন নিপীড়নবিরোধী সেলের আহ্বায়ক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের কাছে এই অভিযোগপত্র দিয়েছেন তারা। দুজনই দুটি আলাদা ছাত্র সংগঠনের পদধারী নেতা।

পৃথক অভিযোগে দুই ছাত্রী উল্লেখ করেন, গত ২৯ জুলাই সিনেট অধিবেশনে শিক্ষার্থীদের কোনও প্রতিনিধি না থাকার প্রতিবাদে তারা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করতে যান। সেখানে ফটকে তালা দিয়ে শিক্ষকেরা আগে থেকেই অবস্থান করছিলেন। তারা শিক্ষার্থীদের এ কর্মসূচিকে ‘পাগলামি’ বলে আখ্যা দেন। শিক্ষার্থীরা এক পর্যায়ে ফটকের ভেতরে প্রবেশ করলে শিক্ষকরা তাদের ঘাড় ধরে বের করে দেন এবং ধাক্কাধাক্কি করেন।

তাদের অভিযোগ, ওই সময় হঠাৎ একজন সহকারী প্রক্টর এক ছাত্রীর গলা জড়িয়ে ধরেন। একজন তাকে ছাড়াতে গেলে সহকারী প্রক্টর তারও ওড়না ধরে টান দেন। দুই ছাত্রীর অভিযোগ, তারা নারী হওয়ায় ওই শিক্ষক বিশেষ সুযোগ নিয়েছেন। যৌন নিপীড়নকারী হিসেবে শনাক্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছাত্রী দুজন।

অভিযোগের বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ বলেন,‘দুই ছাত্রীর অভিযোগপত্রের কপি আমি পেয়েছি। উপাচার্যের নির্দেশনা অনুযায়ী তদন্তের পর এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’

এমএসএল/ ১৩ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]