15449

মুজিব বর্ষ উদযাপনে ডাকসুর ক্রীড়া সম্পাদকের পরিকল্পনা

মুজিব বর্ষ উদযাপনে ডাকসুর ক্রীড়া সম্পাদকের পরিকল্পনা

2019-11-13 00:08:10

মুজিব বর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া চর্চাকে বিকাশ ঘটাতে ডাকসু'র ক্রীড়া সম্পাদক চলতি বছর থেকে আগামী মার্চ মাস র্পযন্ত বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছেন।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পরিকল্পনা তুলে ধরনে ডাকসু’র ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর। পরিকল্পনায় যেসব আয়োজনের কথা জানানো হয়েছে, তা হলো:

(নভেম্বর ২০১৯ থেকে মার্চ ২০২০)

১. মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ^বিদ্যালয়ের শহীদদের স্মরণে “ডাকসু শহীদ স্মৃতি ভলিবল প্রতিযোগিতা ২০১৯”

২. ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত হবে “শেখ রাসেল স্মৃতি আন্তঃহল ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০১৯”

৩. মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির ঐতিহ্যকে ধারণ করে আয়োজন করা হবে “বিজয় দিবস আন্তঃহল কাবাডি প্রতিযোগিতা ২০১৯”

৪. মহান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে অভ্যন্তরীণ ক্রীড়া চর্চাকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত হবে “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা (দাবা ও ক্যারাম) ২০১৯”

৫. মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে “ডাকসু শহীদ স্মৃতি বাস্কেটবল প্রতিযোগিতা”

৬. শিক্ষার্থীদের মধ্যে হকি খেলার সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনার প্রয়াসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হবে “শেখ কামাল স্মৃতি হকি প্রতিযোগিতা”

৭. ১৭ মার্চ, ২০২০ থেকে উদযাপিত হতে যাওয়া মুজিব বর্ষের আগমন উপলক্ষ্যে “বঙ্গবন্ধু ম্যারাথন ও সাইক্লিং প্রতিযোগিতা ২০২০”

৮. ঢাকা বিশ^বিদ্যালয়ে আগত ২০১৯-২০ সেশনের নবীন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে বরণ করে নিতে আয়োজন করা হবে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্রীড়া উৎসব ২০২০”

৯. মুজিব বর্ষের শুভ সূচনা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি ছাত্র ও ৫টি ছাত্রী হলের অংশগ্রহণে আয়োজিত হবে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃহল ফুটসাল প্রতিযোগিতা ২০২০”

১০. মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রথমবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৩টি ছাত্র ও ৫টি ছাত্রী হলের অংশগ্রহণে আয়োজিত হবে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা ২০২০”

১১. মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে “ডাকসু হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২০”

১২. মুজিব বর্ষ উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রীড়া চর্চাকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত হবে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা (টেবিল টেনিস ও ব্যাডমিন্টন) ২০২০”

১৩. মুজিব বর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে “জাতির পিতা আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২০”

১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “শেখ মুজিব আন্তঃহল সাঁতার প্রতিযোগিতা ২০২০"

১৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ক্রীড়াপ্রেমী সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা উপলক্ষ্যে ক্রীড়া উৎসব “আবার ফিরি মঠে।

শাকিল আহমেদ তানভির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার জন্মশতবার্ষিকী উদযাপনে ডাকসুর ক্রীড়া সম্পাদক হিসেবে আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অন্যরকম ক্রীড়া পরিবেশ তৈরি করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল আহমেদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে ডাকসু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ডাকসু ১২টির অধিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও সহযোগিতা করেছে। তারই ধারাবাহিকতায় ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ামোদি শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।

তিনি বলেন, ডাকসুর উদ্যোগে আগামী ২২-২৩ নভেম্বর শুক্রবার ও শনিবার শারীরিক শিক্ষা কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মরণে শিক্ষার্থীদের নিয়ে ‘ডাকসু শহীদ স্মৃতি ভলিবল প্রতিযোগিতা-২০১৯’ আয়োজন করতে যাচ্ছে। এর আগে গত ৩-৬ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বিভাগ ও হল সংসদের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদকের মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে খেলায় অংশগ্রহনের নিবন্ধন আহবান করা হয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত সাড়া আমাদের বিমোহিত করে। শিক্ষার্থীদের মধ্য হতে প্রাপ্ত আবেদনের মধ্যে গত ৭ ও ৮ নভেম্বর লটারির মাধ্যমে গঠিত হয় মেয়েদের ছয়টি দল যা দুটি গ্রুপে ভাগ করা হয় ও ছেলেদের ১২টি দল যা চারটি গ্রুপে ভাগ করা হয়। মোট ১৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

টিমের নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ১৮ জন শহীদ শিক্ষকদের নামে। এসময় তিনি শহীদের স্মরণ করে বলেন, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ। পাকি বর্বরতার থাবা থেকে রেহাই পায়নি দেশের সবোর্চ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ও।

তিনি বলেন, দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ আপামর অনেকেই। তাদের স্মরণের প্রয়াস হিসেবেই ডাকসুর পক্ষ থেকে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতাটি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]