15829

যে সরকার দেশের মানুষকে নাগরিক মনে করে না, তাদের মানবেন না: কানহাইয়া

যে সরকার দেশের মানুষকে নাগরিক মনে করে না, তাদের মানবেন না: কানহাইয়া

2019-12-15 00:49:12

সোমবার আলোচনার জন্য লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলে কংগ্রেস-সহ বিরোধীরা।

বিলটি 'অসাংবিধানিক' বলে সরব হয় তৃণমূল কংগ্রেসও। বিল ঘিরে হইচইয়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে 'হিটলারে'র সঙ্গে তুলনা করেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি। আর সংসদ থেকে দূরে কলকাতায় এসে সিপিআই নেতা কানহাইয়া কুমার প্রবল আক্রমণ করে বলেন, 'যে সরকার দেশের মানুষকে নাগরিক বলে মনে করে না সেই সরকারকে মানার প্রয়োজন নেই নাগরিকদের।'

শুধু তাই নয়, অমিত শাহকে সরাসরি এদিন আক্রমণ করেছেন কানহাইয়া। কলকাতায় নাগরিকপঞ্জি বিরোধী একটি জনসভায় এসে এদিন কানহাইয়া বলেন, 'অমিত শা সংসদে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের সংবিধান উল্লেখ করেছেন কিন্তু উনি দেশের সংবিধান পড়েননি। দেশের সংবিধান ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করে না।'

এখানেই থামেননি গত লোকসভা ভোটে বেগুসরাইয়ের বাম প্রার্থী কানহাইয়া। মোদীকেও নিশানা করেছেন তিনি। তাঁর কথায়, 'নাগরিকদের কাছ থেকে সংবিধান ছিনিয়ে নিতে চায় মোদী-শাহ। দেশের মানুষকে শরণার্থী করতে চায়। দেশের মানুষ ভোট দিয়েছিল বছরে ২ কোটি চাকরি হবে বলে, ১৫ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে বলে, তাই NPR NRC-এর জন্য কেউ বাড়িতে এলে চা জল দেবেন, কিন্তু কোনও তথ্য দেবেন না।'

অবশ্য শুধুই কানহাইয়া নন, সোমবার লোকসভায় বিলটি পেশের পরই শুরু হয় আলোচনা। কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, 'এই বিলটি সংখ্যালঘু স্বার্থবিরোধী।' যদিও জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, '.০০১% এর জন্যও কোনও সংখ্যালঘুর বিরোধী নয় এই বিল।' বিরোধীদের উদ্দেশে তাঁর পালটা চ্যালেঞ্জ, 'আমি এই বিল নিয়ে সব প্রশ্নের উত্তর দেব। তবে আপনাদের ওয়াকআউট করা চলবে না।'

বিলের বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেসও। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের অভিযোগ, 'সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে এই বিল।' সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সংবিধানের রচয়িতা আম্বেদকরের আদর্শের বিরোধী এই বিল!

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]