1586

কোন মেজরের হুইসেলে স্বাধীনতা আসেনি: রাবি ভিসি

কোন মেজরের হুইসেলে স্বাধীনতা আসেনি: রাবি ভিসি

2017-08-15 17:27:12

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান সাবেক বলেছেন, ‘স্বাধীনতার ঘোষক রাতারাতি হওয়া যায় না। কোন মেজরের হুইসেলে স্বাধীনতা আসেনি। বঙ্গবন্ধুই জাতিকে প্রস্তুত করেছিলেন । ৭ই মার্চ ভাষণে স্বাধীনতার সব দিকনির্দেশনা দিয়ে ছিলেন। তাহলে কেন আমরা জাতির মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছি।’

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনায় ভিসি আরো বলেন, ‘জাতির জনক ও সংবিধান নিয়ে বিতর্ক চলবে না। স্বাধীন বাংলাদেশে যারা রাজনীতি করবে সবাইকে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করতে হবে। ৭২ এর সংবিধান মেনে চলতে হবে। সরকারী দল বা বিরোধী দল সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধারণ করতে হবে। কোন রাষ্ট্র বিরোধী, স্বাধীনতা বিরোধী, রাজাকার ও তাদের দোষররা এদেশে রাজনীতি করতে পারবেনা।’

রাবি জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহার সভাপতিত্বে ও সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এম এ আব্দুল বারী।

এর আগে সকাল সাড়ে ৭টায় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনের সামনে থেকে এক শোক র‌্যালী বের হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইনফরমেশনসাইন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট, লোক প্রশাসনসহ অন্যান্য বিভাগ, আবাসিক হল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, ঘাতক দালাল নিমূল কমিটি রাবি শাখাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিজ নিজ ব্যানারে র‌্যালীতে অংশগ্রহণ করে। র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পন করেন।

জেএস/ ১৫ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]