16025

চার স্তরের নিরাপত্তা বলয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে

চার স্তরের নিরাপত্তা বলয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে

2020-01-01 10:08:40

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছর ২০২০ খ্রিস্টাব্দকে শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার স্তরের নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান ক্যাম্পাস টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাম্পাসে ঢুকতে  হলে প্রবেশ মুখে চেক করে ঢুকানো হচ্ছে। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে তাদের হলে যেতে যেতে পারবে।

বহিরাগত প্রবেশে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।

তবে অনেক শিক্ষার্থী মনে করছেন, নিরাপত্তা'র এই কড়াকড়ির কারণে উৎসবে ভাটা পড়ার সম্ভাবনা রয়েছে।

টিএসসিতে স্বল্পপরিসরে আতশবাজির ব্যবস্থা করেছেন  শিক্ষার্থীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]