16275

উত্তরবঙ্গে কম্বল বিতরণ ডাকসু নেতৃবৃন্দের

উত্তরবঙ্গে কম্বল বিতরণ ডাকসু নেতৃবৃন্দের

2020-01-21 04:35:39

উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় আজ সোমবার কম্বল বিতরণ করেছেন ডাকসু নেতৃবৃন্দ এবং আগামীকাল ২১ জানুয়ারি পঞ্চগড়ে কম্বল বিতরণ করা হবে।

এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য।

উত্তরবঙ্গের দিনাজপুর ও পঞ্চগড় জেলার কয়েকটি উপজেলায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র নির্বাচিত প্রতিনিধিবৃন্দ।

.

গত ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অমৃতসূর্য ও বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল এর আয়োজনে এবং ডাকসুর সহযোগিতায় এই উদ্দেশ্যে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর উষ্ণতা’। কনসার্টটি থেকে যা আয় হয় তা দিয়ে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের জন্য কম্বল ক্রয় করা হয়। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ, ডাকসু’র কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু সংখ্যক কম্বল প্রদান করেন।

ডাকসু’র সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাকিবুল হাসান রাকিব এবং রাইসা নাসের কম্বল বিতরণী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচির সার্বিক সমন্বয়ক ডাকসু’র সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, "ডাকসু ঐতিহাসিকভাবে সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব বলে মনে করি। সেই সাথে দেশের সকল মানুষকে আহবান জানাই সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় শীতার্তদের পাশে এগিয়ে আসুন। সবাই মিলে সুন্দর, মানবিক বাংলাদেশ গড়ে তুলি"।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]