16334

করোনা: চীনের নিষেধাজ্ঞায় অসহায় বাংলাদেশী শিক্ষার্থীরা

করোনা: চীনের নিষেধাজ্ঞায় অসহায় বাংলাদেশী শিক্ষার্থীরা

2020-01-29 04:40:43

চীনের উহান শহরে অধ্যয়নরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিলেও চীনের নিষেধাজ্ঞায় এখনই তা সম্ভব হচ্ছে না। তবে অবস্থানরত প্রায় অর্ধেক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে কেউ শনাক্ত না হওয়ায় আপাতত চীন সফর না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

চীনের রহস্যময় করোনা ভাইরাস ইতোমধ্যেই কেড়ে নিয়েছে সে দেশের বহু মানুষের প্রাণ। পাশাপাশি পৃথিবীর ১৪টির বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় চীনের উহান শহরে আটকা পড়েছে অধ্যয়নরত বাংলাদেশি ৫০০ শিক্ষার্থী। চীন সরকার আগামী ১৪দিন উহানে অবস্থানরত সবাইকে শহর ছাড়তে নিষেধাজ্ঞা দেয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। তবে ইতিমধ্যেই ২৪৫ জন শিক্ষার্থীর সঙ্গে অনলাইনের মাধ্যমে যোগাযোগের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, ভাইরাস ছড়িয়ে পড়া রোধে আগাম প্রস্তুতি রয়েছে সরকারের।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি স্থল ও নৌরুটেও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আইইডিসিআর।

তবে এখন পর্যন্ত কেউ শনাক্ত না হওয়ায় দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]