16402

মধুর ক্যান্টিনে ককটেল বিস্ফোরণ

মধুর ক্যান্টিনে ককটেল বিস্ফোরণ

2020-02-04 00:24:08

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল পৌণে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা তবে। তবে এ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, সোয়া ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। কলা ভবনের ছয় তলা থেকে ককটেলটি ছুঁড়ে মারা হয় বলে অনেকে দাবি করেছেন। তবে কাউকে আট করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। প্রক্টরিয়াল টিম ও আইন প্রয়োগকারী সংস্থা সেখানে আছে। যে দুষ্ট চক্র এর সাথে জড়িত তাদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেন বার বার ককটেল বিস্ফোরণ হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘নিশ্চয়ই কোন গোষ্টী ব্যক্তি স্বার্থে বা সুষ্ঠু সিটি কর্পোরেশন নির্বাচনের মাহাত্মকে নষ্ট করার জন্য এ অপতৎপরতা চালাচ্ছে। এদের কে ধরে আইনের আওতায় আনা হবে।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]