1653

ঢাবির অধ্যাপক ফরিদ উদ্দিন শাবির নতুন উপাচার্য

ঢাবির অধ্যাপক ফরিদ উদ্দিন শাবির নতুন উপাচার্য

2017-08-18 03:30:21

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অর্থনীতির অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়-২) লায়লা আরজুমান্দ বানু বলেন, আগামী চার বছরের জন্য অধ্যাপক ফরিদকে এই দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

২০১৩ সালের ২৬ জুলাই থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপক মো. আমিনুল হক ভুঁইয়ার মেয়াদ গত ২৭ জুলাই শেষ হলে তার পর থেকে পদটি শূন্য ছিল।

তার উত্তরসূরি ফরিদ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবসরোত্তর ছুটিতে ছিলেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে লায়লা আরজুমান্দ বানু বলেন, “চুক্তিতে সরকার যে কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে পারে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ফরিদ উদ্দিন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন।

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল করে উপাচার্য নির্বাচন করা হলেও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিনেট না থাকায় সরকার থেকেই নিয়োগ দেওয়া হয়।

এমএন/ ১৭ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]