16688

করোনা মহামারিতে নিহত বেড়ে ২৬১৯, আক্রান্ত ৭৯ হাজার

করোনা মহামারিতে নিহত বেড়ে ২৬১৯, আক্রান্ত ৭৯ হাজার

2020-02-25 00:40:10

সর্বনাশা নতুন করোনাভাইরাসে চীনে আরও দেড়শ মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ছে চীনের বাইরেও। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ৬১৯ জন, যার মধ্যে ২৭ জন ছাড়া বাকি সবাই চীনের বাসিন্দা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়ে গেছে।

চীনের বাইরে অন্তত ২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯ নাম পাওয়া ভাইরাসটি।

দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালিতে আতঙ্ক তৈরি করেছে। দেশ তিনটিতে মারা গেছে ১৮ জন। দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ৭ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৬৩।

ইতালিতে মারা গেছে ৩ জন। সংক্রমণ ঘটেছে অন্তত ১৫২ জনের দেহে। ইউরোপে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

দেশটির ১২টির শহর অবরুদ্ধ করে ফেলা হয়েছে।

প্রায় ৫০ হাজার বাসিন্দাকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। চীনের বাইরে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ জন, যার অধিকাংশই শিয়া পবিত্র নগরীর কৌমের বাসিন্দা।

ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরাক, পাকিস্তান, আরমেনিয়া, তুরস্ক। আফগানিস্তান আকাশ ও সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে দেশটির সঙ্গে।

এ ছাড়া জাপানে ৩ জন, হংকংয়ে ২ জন এবং ফিলিপাইন, ফ্রান্স ও তাইওয়ানে একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।

গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত অধিকাংশ নিহত ও সংক্রমণই প্রদেশটির বাসিন্দারা।

শুরু থেকে বিজ্ঞানীদের ধারণা, কোনো প্রাণী থেকে মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ ঘটেছে। যদিও তা নিশ্চিত হওয়া যায়নি এখনো। এই রোগের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]