16704

দিল্লিতে মঙ্গলবার বন্ধ থাকবে সমস্ত স্কুল

দিল্লিতে মঙ্গলবার বন্ধ থাকবে সমস্ত স্কুল

2020-02-25 17:33:30

CAA প্রতিবাদে জ্বলছে উত্তর-পূর্ব দিল্লি ৷ এই অশান্ত পরিস্থিতিতে মঙ্গলবার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এই কথা জানিয়েছেন ৷ একইসঙ্গে HRD মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ককে তিনি বোর্ড পরীক্ষা স্থগিত রাখারও অনুরোধ জানিয়েছেন ৷ সকলের কাছে এই বার্তা পৌছে দিতে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইটও করেছেন তিনি ৷

ট্রাম্পের সফরের মাঝে আজও রণক্ষেত্র দিল্লি। মৌজপুরা, ভজনপুরা, জাফরাবাদে দফায় দফায় পাথরবৃষ্টি, আগুন। CAA বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষ। সংঘর্ষের মাঝে মৃত্যু এক পুলিশকর্মীর। নিহত গোকুলপুরী থানার হেড কনস্টেবল। মৃতের নাম রতনলাল। আহত এক ডিসিপিও। পুলিশকে লক্ষ করে চলে ইটবৃষ্টি। পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। উত্তর পূর্ব দিল্লির দশটি জায়গায় ১৪৪ ধারা জারি হয়েছে।

জাফরাবাদে অশান্তি নিয়ে উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়ালের ট্যুইট, দিল্লির কিছু এলাকায় শান্তি ও সম্প্রীতি নষ্ট হচ্ছে। এটা খুব খারাপ খবর। আমি মাননীয় উপরাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অনুরোধ করছি, যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে। কাউকে আগুন লাগানোর সুযোগ করে দেওয়া উচিত নয়।

দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজলের ট্যুইট, উত্তর পূর্ব দিল্লিতে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য দিল্লি পুলিশ ও পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আমি সবাইকে আর্জি জানাচ্ছি।

News18bangla

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]