16810

করোনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন ঢাবি ভিসি

করোনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন ঢাবি ভিসি

2020-03-10 01:35:49

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে এ বিষয়ে সচেতনতা ও সতর্কতা অবলম্বনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরী কর্মচারী সমিতির নব-নির্বাচিত পরিষদের অভিষেক ও অবসরপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আমরা যদি সকল ক্ষেত্রে দায়িত্বশীল, সচেতন ও সতর্ক থাকি তাহলে সমাজের অনেক অনাকাঙ্খিত ঘটনা এড়ানো সম্ভব। উপাচার্য করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে এ বিষয়ে সচেতনতা ও সতর্কতা অবলম্বনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

কারিগরী কর্মচারী সমিতির সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং সমিতির সাধারণ সম্পাদক এ. এফ. এম. শামছুল আরেফিন বক্তব্য রাখেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কারিগরী কর্মচারী সমিতির নব-নির্বাচিত পরিষদের সদস্যদের অভিনন্দন এবং বিদায়ী কর্মচারীদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]