16819

করোনা নিয়ে ইতালির কারাগারে দাঙ্গা, নিহত ৬

করোনা নিয়ে ইতালির কারাগারে দাঙ্গা, নিহত ৬

2020-03-10 05:33:30

কারাগারে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ করোনাভাইরাসে বিস্তার ঠেকাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে ইতালির এক কারাগারে কারারক্ষী ও বন্দীদের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়েছে। এতে অন্তত ছয়জন কারাবন্দী নিহত হয়েছে। এছাড়া নিরাপত্তাকর্মীদের জিম্মি করে রাখা হয়েছে অপর একটি কারাগারে। খবর: আলজাজিরা।

সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে পুরো দেশের কারাগারগুলোতে উত্তেজনা সৃষ্টি হয়। দুইটি কারাগারে দাঙ্গা সৃষ্টি হয়।

 ইতালির কারা কর্তৃপক্ষের প্রধান কর্মকর্তা ফ্রান্সিসকো বাসেন্তিনি জানান, উত্তরাঞ্চলীয় শহর মোডেনায় দাঙ্গায় কারাগারের ভেতরেই মারা যায় তিনজন বন্দী। অন্য তিনজন মারা যায় বন্দীদের অন্যত্র স্থানান্তরের সময়।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে পদক্ষেপে পুরো দেশের কারাগারগুলোতে বিদ্রোহ শুরু করেছে বন্দীরা।

দেশটির বিচার মন্ত্রণালয় জানায়, অনেকগুলো কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, ইতালিতে কভিড-১৯ করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ ঘটেছে। চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে দেশটিতে।

ইতালিতে রোববার (৮ মার্চ) একদিনেই মারা গেছে ১৩৩ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬৬ জনে।

ইতালি কর্তৃপক্ষ জানায়, দেশটিতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫৮৮৩ থেকে বেড়ে ৭৩৭৫ জনে দাঁড়িয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]