16894

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল খালির নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল খালির নির্দেশ

2020-03-16 23:04:32

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী বুধবার থেকে ২ এপ্রিল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার মধ্যে সকল শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খালি করার নির্দেশ দেয়া হয়েছে। আর ১৯ মার্চ কার্যদিবসের পর থেকে অফিস সমূহও বন্ধ থাকবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রো-ভিসি অধ্যাপক নুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]