1691

এবার কুবির সেই শিক্ষককে 'প্রাণনাশের হুমকি'!

এবার কুবির সেই শিক্ষককে 'প্রাণনাশের হুমকি'!

2017-08-19 05:06:46

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এক ছাত্রলীগকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই হত্যার হুমকি দিয়েছেন বলে জানান মাহবুবুল হক।

গত মঙ্গলবার জাতীয় শোক দিবসে মাহবুবুল হকের বিরুদ্ধে ক্লাস নেওয়ার অভিযোগ করে ছাত্রলীগ। এর তিনদিনের মাথায় গতকাল বৃহস্পতিবার মাহবুবুল হককে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাহবুবুল হক ভূঁইয়া ওই বিভাগের সভাপতি।

গত বুধবার ছাত্রলীগকর্মী ও নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সাদ ইবনে সাইদ সাদ নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন মাহবুবুল। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান তিনি।

জানা যায়, সাদ ইবনে সাইদ সাদ (Saad Ibn Sayed Sadd নামের ফেসবুক আইডি) ফেসবুকে লেখেন, ‘Eleas Hosen Sabuj ভাইয়ের হুকুমের অপেক্ষায় বেঁচে গেল আলবদর তারেক মাস্টার। আর একটা রাত পেল দেশদ্রোহীটা শান্তিতে ঘুমাতে। কিন্তু কালকে? কী হবে রে তোর?’

ফেসবুকে ইলিয়াস হোসেন সবুজকে উল্লেখ করে কথাগুলো বলা হয়েছে। ইলিয়াস হোসেন সবুজ হচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি। ওই লেখা সাদ ছাত্রলীগের আরো ১৩ জন নেতাকর্মীকে যুক্ত করেন (ট্যাগ)।

মাহবুবুল হক ভুঁইয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে সাংবাদিকদের বলেন, ‘এটা গোপনে নয়, ফেসবুকে প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছে। আমি জীবননাশের হুমকিতে আছি।’

কেন এমন স্ট্যাটাস দিয়েছেন এমনটি জানতে চাইলে ছাত্রলীগকর্মী সাদ ইবনে সাইদ বলেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে।’

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘কেউ এমন কাজ করলে তার শাস্তি হওয়া উচিত। শাখা ছাত্রলীগ এর দায়ভার নেবে না।’

শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের বলেন, ‘এটা সরাসরি হুমকি। কোনোভাবেই এ হুমকি মেনে নেওয়া যায় না। এর কঠোর বিচার দাবি করছি।’

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মাহবুবুল হক ভূঁইয়া ক্লাস নিয়েছেন এমন অভিযোগ তুলে তাকে বহিষ্কারের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফকে স্মারকলিপি দেয় ছাত্রলীগ। ওই দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোয় তালা লাগিয়ে দেয় ওই সংগঠন।

এমএসএল 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]