1709

বাকৃবিতে রোভার স্কাউটের দীক্ষা ও দায়িত্ব হস্তান্তর

বাকৃবিতে রোভার স্কাউটের দীক্ষা ও দায়িত্ব হস্তান্তর

2017-08-20 17:18:18

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবি রোভার স্কাউটের সভাপতি অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রোক্টর অধ্যাপক ড. আতিকুর রহমান খোকন এবং বাকৃবি স্কাউটার্স কাউন্সিলের সভাপতি মো. রাকিব উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, রোভার স্কাউট গ্রুপ নিঃস্বার্থভাবে সেবা দিয়ে থাকে। বিভিন্ন প্রতিকূলতার মাঝেও তারা মানবসেবায় সর্বদা সচেষ্ট থাকে। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনের পাশাপাশি দেশের মানুষের জন্য প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে বিগত বছরে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সিনিয়র রোভারেেদর ক্রেস্ট ঈস্খদান করা হয়। পরে ২০১৭-১৮ সালের জন্য ৫ টি গ্রুপে মোট ১৫ সদস্য বিশিষ্ট ক্রু-ইন কাউন্সিলের নাম ঘোষনা করা হয়। এসময় বাকৃবি রোভার স্কাউট গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমজে/ ২০ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]