17144

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৩৬ লাখ টাকা দিল ঢাবি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৩৬ লাখ টাকা দিল ঢাবি

2020-04-15 22:45:51

পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা অনুদান দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বুধবার বিকালে অর্থের চেক প্রধামন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

 শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, এর মধ্যে শিক্ষকদের থেকে ৬৫ লাখ টাকা, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রায় ১৫ লাখ টাকা সংগ্রহ হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে বরাদ্দকৃত ৫৭ লাখ টাকাও রয়েছে। সব মিলিয়ে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা আগামীকাল উপাচার্যের নেতৃত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, করোনাভাইরাস একটি বড় দুর্যোগ।এই মুহূর্তে শিক্ষক ও শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত জানিয়েছে, এটা প্রশংসনীয়। তাদের এই সুন্দর মূল্যবোধই আমাদের বিশ্ববিদ্যালয়ের দর্শন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]