1715

বন্যার্তদের প্রায় ৩০ লাখ টাকার সহায়তা দেবে ঢাবি শিক্ষকরা

বন্যার্তদের প্রায় ৩০ লাখ টাকার সহায়তা দেবে ঢাবি শিক্ষকরা

2017-08-20 20:20:29

স্মরণকালের সবচেয়ে ধ্বংসাত্মক বন্যা চলছে পুরো উত্তরবঙ্গ জুড়ে। কয়েকদিনে এ আকস্মিক বন্যায় মারা গেছেন প্রায় ১৫০ জনের মতো। আশংকা করা হচ্ছে এই বন্যা বাংলাদেশের বিগত ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বন্যা হবে।

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ শুরু করেছে বিভিন্ন সংগঠন।তবে সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাচ্যের অক্সফোর্ড তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নিজেদের ১ দিনের বেতনের টাকা বন্যার্তদের জন্য প্রদান করবে শিক্ষকগণ।

শুক্রবার সন্ধা ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরি সভায় বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাবি পরিবার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ বন্যার্তদের সহযোগিতায় ৩ দিন ধরে কাজ করে যাচ্ছে। তিনদিনে তাদের সংগৃহীত অর্থের পরিমাণ প্রায় দেড় লাখের মতো।

এমএসএল / ২০ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]